জীবনীশক্তি - মাওলানা রুমি
তোমার মাঝেই নিহিত রয়েছে জীবনীশক্তি
সেই শক্তির অনুসন্ধান করো।
তোমার দেহের পাহাড়ে একটি রত্ন আছে,
সেই রত্নকে খুঁজে বের করো।
হে পথিক, তুমি যদি সেই সন্ধানে থাকো
বাইরের দিকে তাকাতে যেয়ো না,
নিজের ভিতরে তাকাও এবং সন্ধান করো।
কবিতাঃ জীবনীশক্তি
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments