পুরুষত্বের আবরণ ও অন্তঃসার ০৪

পুরুষত্বের স্বচ্ছতার একটি অন্তঃসার আছে
যা রাগ-লোভ-কামুকতা থেকে আসে না, 
কিন্তু পুরুষত্বের আবরণে 
রাগ-লোভ-কামুকতা থাকে।
পৌরুষ ভিতরের নির্দেশ শ্রবণ করে 
এবং সেই সত্য মানতে আনন্দ পায়।  
আধ্যাত্মিকতা তোমার জীবনের 
সত্যিকারের স্বতঃস্ফূর্ত শক্তি, 
আধ্যাত্মিকতা তখনই আসে
যখন তুমি অন্যান্য উদ্দেশ্য ত্যাগ করো,
গতি তখনই আসে
যখন তুমি মহিমা অনুভব করো
যা তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, 
এর ভিতরেই আছে আত্মার আনন্দ।  
স্মরণ করো আয়াজের কথা
যিনি বাদশার মুক্তা চূর্ণ করেছিলেন! 

কবিতাঃ পুরুষত্বের আবরণ ও অন্তঃসার 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.