শিশুকে দেখো - মাওলানা রুমি ১২

যখন তুমি নিজেকে নিয়ে অহংকার করো 
তখন বেড়ে যায় তোমার ক্রোধ। 
বিনয়ী হও।
নিজেকে পরিবর্তন করতে
অন্যদের অবজ্ঞাকে কাজে লাগাও,
লোককাহিনীতে বর্ণিত মেঘের মতো 
যা তিনটি সাপের আকার ধারণ করেছিল। 
অথবা তুমি যদি কুকুরের ঘেউ-ঘেউ কিংবা 
সিংহের ক্রোধ পছন্দ করো
তবে অন্যের দেওয়া আঘাত আরও সহ্য করো। 

একটি এক বছর বয়সী শিশুকে দেখো, 
সে কীভাবে হাঁটে, সেখানে আছে ধীর-জ্ঞান।
কখনো কখনো একটি মিষ্টি স্বাদও
তোমার কাছে টক এবং বিশ্রী লাগে,
সেই কণ্ঠস্বরটিকে শোনো যে বলে,
তোমার জন্যই আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি।
তারপর মেরে ফেলো এবং মরে যাও প্রেমে। 
তোমরা এতদিন কুকুরের মতো হালকা ঘুমে  
দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে ছিলে!

কবিতাঃ শিশুকে দেখো
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.