প্রারম্ভকারী - মাওলানা রুমি ১৪

প্রেমের সাথে আসে তীব্র যন্ত্রণা

এবং প্রেমই সেই যন্ত্রণাকে নিরাময় করে! 

বাঁশির উগ্র শব্দে 

বৃহৎ স্থলবাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ে। 

বিজয়দানকারী এখানেই! 

এখানে তেতো স্বাদ মিষ্টি লাগে মুখের ভিতর। 

মেঘের আবরণ থেকে হয় বজ্রপাত। 

মরুভূমির রাস্তায় জলবাহকের ডাক বজ্রধ্বনি হয়ে ওঠে।

আমাদের আরও বেশি গভীর হতে বলা হয়েছে 

যেমন শামস তাবরিজের ঝড় আকাশ জুড়ে চলে

সেই ঝড় সাগরে ঢেউ তোলে এবং আছড়ে পড়ে উপকূলে।


কবিতাঃ প্রারম্ভকারী
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.