ফিরে আসা - মাওলানা রুমি ১৮
মাছ ছাড়াও সমুদ্র চলতে পারে।
ও আমার আত্মা, তোমাকে একটা গোপন কথা বলি
সমুদ্রের মতো একটা মাছের দেখা পাওয়া বিরল!
সমুদ্রের পানি হলো পরিচর্যাকারী মা
মাছ হলো ক্রন্দনরত শিশু।
মাঝে মাঝে সমুদ্র একটি নির্দিষ্ট মাছকে খোঁজে
সেই মাছ কী চায় তা শুনতে চায়।
সেই মাছকে খুঁজে পাওয়ার আগে সমুদ্র কাজ করে না।
সেই মাছ তখন সম্রাট, সমুদ্র তার মন্ত্রী।
কিন্তু এমন মাছকে মাছ বলো না!
আর কতদিন আমি হেঁয়ালির মধ্যে কথা বলতে থাকব?
শামস হলেন সেই গুরু যিনি মাটিকে সুরভিত করেন।
গাছপালা যখন তার নৈকট্য অনুভব করে
তখন তারা বিকশিত হয়।
শামসের স্বাদ আস্বাদন করার পর
আমার আত্মার অস্তিত্বই থাকে না,
শামস ছাড়া আমি যে অবস্থায় ছিলাম
আবার সেই অবস্থায় ফিরে যাবো।
কবিতাঃ ফিরে আসা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments