শুরু - মাওলানা রুমি ১৭

এই হলো বর্তমান এবং বর্তমানেই সমস্তকিছু বিদ্যমান। 
ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে নষ্ট কোরো না। 
লোহার স্ফুলিঙ্গ দিয়ে পাথরে আঘাত করো। 
টেবিলের সামনের দিকে বসো
তোমার চামচটি বাটিতে ডুবিয়ে দাও।
আনন্দের পাশে নিজেকে বসতে দাও
এবং তোমার জাগ্রত আত্মাকে শরাব পান করাও।
বসন্তের বাতাসে গাছের শাখা-প্রশাখা দোলে
জুঁই এবং সাইপ্রেস সাবলীল নৃত্য করে। 
তোমার বিশুদ্ধ শূন্যতা থেকে
সবুজ পোশাকের কাপড় কাটা হয়েছে। 
তুমি হচ্ছ দর্জি, 
তার দোকানের মালামালের মাঝে বসে
চুপচাপ সেলাই করে যাচ্ছ। 

কবিতাঃ শুরু
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.