নিকৃষ্ট মানুষগুলো নিজেদের দুর্বলতা ঢাকতে অন্যের দুর্বলতা খুঁজে বেড়ায়। যাদের অন্যদের সাহায্য করার ক্ষমতা কম, তারাই মূলত অন্যের দুর্বলতা খুঁজে বেড়ায় আর প্রশ্ন তোলে। পরিবার-সমাজ-রাষ্ট্রে নিকৃষ্ট মানুষের সংখ্যা বেশি হয়ে গেলে জীবনযাপন যন্ত্রণাময় হয়ে ওঠে।
****
বয়স যত বাড়তে থাকে চারপাশে নিকৃষ্ট মানুষগুলোও বাড়তে থাকে, ইচ্ছে হলেও মায়ের কোলে ফিরে যাওয়া যায় না। তখন কেউ ফেরে উন্মত্ততায়, কেউ ফেরে প্রার্থনায়, তারপর একদিন সবাই বুঝতে পারে এজীবন মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই নয়।
০৬.১২.২০২৩
No comments