দেখার মাঝে অদেখা - কবিতা
আমরা যখন নদী দেখি
তখন দেখি শুধু পানি,
সেখানে কাদামাটি থাকে
আমরা তা দেখি না।
কাদারাস্তায় হাঁটতে গিয়ে
আমরা শুধু কাদামাটি দেখি
পানিটা দেখি না।
একটা দেখাকে দেখতে গিয়ে
অন্য কতকিছুই দেখি না,
এভাবে কতকিছু না দেখেই
একটা জীবন অনায়াসে কেটে যায়।
© আলমগীর কাইজার
০৪.০১.২০২৪
No comments