সামনের দিকে - রুমির কবিতা ২১
তুমি দিনরাত প্রেমের সুধা ঢালো,
যা ঘুমের মধ্যেও আমরা আস্বাদন করি।
মাথা নয়, পাগড়ি নয়,
সেই স্বাদে আত্মার হৃদয় ফালি ফালি হয়ে যায়।
মিশরীয় নারীদের হাত থেকে পড়ে যায়
বাতাসে পূর্ণ পানির পাত্র,
এভাবেই প্রেম ধরা দেয়
এবং আমাদের বন্ধু হতে চায়,
আমরা যত একে অপরকে ধরে রাখি
তত আমাদের ভিতরের ভালো রহস্য
ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলে।
কবিতাঃ সামনের দিকে
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments