জলধারার দিকে তাকাও - রুমির কবিতা ২০

জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক আত্মার পথ 
বড়ো জলাশয় থেকে নির্গত জলধারার মতো। 
যখন আকাঙ্ক্ষার শোক ঘন হয়
তখন বুদ্ধি আর কোনো কাজে লাগে না, 
তখন আত্মার জগত লুকায়িত থাকে। 

কিন্তু কখনো কখনো যুক্তির স্বচ্ছতা 
এত শক্তিশালী হয় যে 
এটি আটকে থাকা স্রোতকে উন্মুক্ত করে দেয়। 
আর কান্নাকাটি কোরো না কিংবা হতাশ হয়ো না,
তুমি ততটাই শক্তিশালী হয়ে উঠবে
যতটা তুমি চেয়েছিলে কিংবা তারচেয়েও বেশি। 

হাসো এবং সন্তুষ্ট থাকো, 
উদ্ধত আচরণ আত্মার জগতকে  
প্রকাশ করে দেয়।
তুমি নিচের দিকে তাকাও
এবং দেখো এটা সহজবোধ্য স্বপ্ন। 
আলোর তৈরী দরজাগুলো উন্মুক্ত
তুমি দরজার ভিতরের দিকে তাকাও।

কবিতাঃ জলধারার দিকে তাকাও
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.