কবিতা - কৃতজ্ঞতা
আমারও গেছে কতো ক্ষুধার্ত থাকার দিন
আমারও আছে কতো মানুষের কাছে ঋণ,
সেই ক্ষুধার্ত থাকার দিনে দেখেছি–
দূরের মানুষ কীভাবে আপন হয়
কীভাবে কাছের মানুষগুলো
সুকৌশলে দূরে সরে যায়!
আজও কিছু মানুষের নাম শুনলে আমি
রাতের আঁধারের মতো নিশ্চুপ-নত হয়ে যাই,
আজও কিছু মানুষের সামনে গেলে
নিজেকে ধূলিকণা মনেহয়।
© আলমগীর কাইজার
২৭.০২.২০২৪
No comments