কবিতা - ভেবেছিলাম তোমাকে পেলে

দারিদ্র্যের জরাজীর্ণতায়
আমার কোনো শৈশব নেই,
নেই কোনো স্মরণীয় মুহূর্ত। 
ভেবেছিলাম তোমাকে পেলে 
সব হারানোর ব্যথা 
প্রশমিত হবে কিছুটা। 
অথচ দেখো,
তুমি আর কোনোকিছুতেই 
খুশি হও না,
ব্যথাতুর করে তোলো
পৃথিবীর সব মানুষের মতো 
আমার হৃদয়! 
মানবজীবন হয়তো 
এমনই হয়,
সবাইকে দিতে গেলে
নিজের জীবনটাই আর থাকে না। 

© আলমগীর কাইজার
০৩.০৯.২০২৩

No comments

Powered by Blogger.