গুরুক্তি

নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্নে মানুষকে অবশ্যই স্বার্থপর হতে হয়। তবে মানুষ যখন দীর্ঘদিন নিজের জন্য বাঁচে তখন একাকীত্বে ভোগে, যখন অন্যের জন্য বাঁচে তখনই মূলত আনন্দে বাঁচে, কিন্তু অন্যেরা আবার কখনো কখনো সেই অধিকারটুকু কেড়ে নেয় কিংবা বিশ্বাস ভেঙে দেয়। এজন্য কেউ-কেউ আবার পৃথিবী-বিমূখ হয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করে।

© আলমগীর কাইজার
০১.০৪.২০২৪

No comments

Powered by Blogger.