তোমার চেহারা ২৯

হয়ত তুমি প্রস্থানের পরিকল্পনা করছ, 
একটি মানব আত্মা প্রায় সমস্ত মাধুর্য নিয়ে 
পৃথিবী ছেড়ে যায়।  
তুমি তোমার ঘোড়ার পিঠে বসার স্থান করে নিয়েছ
তুমি চলে যাচ্ছ অবশ্যই।
মনে রেখো, এখানেও তোমার বন্ধু আছে 
ঘাস এবং আকাশের মতো বিশ্বস্ত।  
আমি কি তোমাকে হতাশ করেছি?  
সম্ভবত তুমি আমার উপর রাগান্বিত
কিন্তু মনে রেখো, আমাদের রাতের কথোপকথন, 
ভালো কাজ, সমুদ্রের ধারে হলুদ গোলাপ এবং আকাঙ্ক্ষা, 
প্রধান ফেরেশতা জিব্রাইল বলেছেন– তবে তাই হোক।  
হে শামস-ই তাবরিজ, তোমার চেহারা
প্রতিটি ধর্মের মানুষ মনে রাখার চেষ্টা করে।

কবিতাঃ তোমার চেহারা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.