পথ নিজেই আসুক - রুমির কবিতা ৩০

ইচ্ছা জাগে, 
আমার বাসনা এবং আকাঙ্ক্ষা জাগ্রত হয়।  
আমি বাঁধা পড়ে গেছি, যেখানে গিঁটের উপরে গিঁট।  
তারপর তুমি এসেছ আমাকে মুক্ত করতে 
‘পথে’ থাকা নিয়ে হয়েছে যথেষ্ট কথা!
পথ নিজেই আসুক।
তুমি এক মুঠো মাটি তুলে নিয়েছিলে, 
আমি তোমার সেই মুঠোয় ছিলাম।  
আমি ভালো-মন্দের পার্থক্য বলতে পারি, 
কিন্তু বলতে পারি না 
তোমার সৌন্দর্য সম্পর্কে আমি কীভাবে জেনেছি।
মন প্রেমের আগুনে জ্বলতে অস্বীকার করে।
সালাদিন হলো কেন্দ্র তবে অপ্রকাশিত।  
কুতুব হলো প্রেমের মেরু
যা পৌঁছে গেছে এখানে এই মাটিতে।

কবিতাঃ পথ নিজেই আসুক
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.