ট্যারা চোখের ছাত্র - রুমির কবিতা ৩১

এমন মানুষ আছে যারা মোশির আইনকে গ্রহণ করে 
কিন্তু যীশুর অনুগ্রহ এবং ভালোবাসাকে গ্রহণ করে না,
ঠিক যেনো ইহুদি রাজার মতো
যিনি খ্রিস্টানদের হত্যা করেছিলেন।
এমন মনোভাব সঠিক নয়।

মোশি যেমন যিশুর অন্তরে ছিলেন
ঠিক তেমনই যীশুও ছিলেন মোশির অন্তরে।  
একটি যুগ ছিলো একজনের 
তারপর শুরু হয় অন্যজনের যুগ, 
কিন্তু তাদের চাওয়া ছিলো একটাই।

একজন শিক্ষক ট্যারা চোখের ছাত্রকে বললেন, 
‘কাঁচের বোতলটি দাও।’
ছাত্র জিজ্ঞাসা করলো, ‘কোন বোতলটি দেবো?’
শিক্ষক বললেন, ‘ওখানে দুইটা বোতল নেই।’
ছাত্র বললো, ‘আমাকে তিরস্কার করবেন না, স্যার!
আমি তো দুইটা বোতল দেখতে পাচ্ছি।’
শিক্ষক বললেন, ‘তাদের মধ্যে একটি ভেঙে ফেলো।’
ছাত্র যখন একটি ভাঙলো তখন দুটোই ভেঙে গেলো।

আমরা যখন লালসা, ক্রোধ কিংবা 
কিছু ধর্মীয় স্বার্থকে দ্বৈত দৃষ্টি দিয়ে দেখি 
তখন ঠিক এমনই হয়।  
একজন ঘুষখোর বিচারক 
নির্যাতিত ব্যক্তি থেকে নির্যাতনকারী ব্যক্তিকে 
আলাদা করতে পারে না।  
একটি ভালো প্রার্থনা হলো–
প্রভু, দুই জগতকে নিরপেক্ষভাবে দেখতে 
আমাদের সাহায্য করো।

কবিতাঃ ট্যারা চোখের ছাত্র
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.