আমার পরিচয়
হাজার বছরের পরিক্রমায় 
আমি এক গর্বিত বাঙালি, 
সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায়
সর্বদা সর্বত্র জাগ্রত আমি!
যুদ্ধাঙ্গনে যে যোদ্ধা এঁকেছিল স্বপ্ন
স্বাধীন দেশের স্বাধীন পতাকার,
তাঁরই উত্তরাধিকারী আমি
সচেতন আজ পেতে অধিকার! 
আইনের জালে নানান কৌশলে
যতই আঘাত করো প্রাণে,
আমি বারবার ফিরে যাবো
একাত্তরের জাগ্রত স্লোগানে!
যে নামেই ডাকো তুমি আমাকে
আমার পরিচয় আমি তো জানি, 
হাজার বছরের রক্তধারায়
আমার পরিচয়– আমি বাঙালি! 
© আলমগীর কাইজার
১৯.০৭.২০২৪
 

No comments