প্রিয় আত্মা - রুমির কবিতা ৩২

প্রিয় আত্মা, 
আমরা যখন প্রেমের রাজ্যে পৌঁছে যাই
তখন আর আমাদের জেদ থাকে না
থাকে না কোনো আফসোস,
জেদ আর আফসোস উভয়ই 
অত্যন্ত অযৌক্তিক হয়ে ওঠে। 
আফসোসকে দ্যাখো ক্ষুদ্র কীটপতঙ্গ হিসাবে 
এবং প্রেমকে দ্যাখো বিশাল ড্রাগন হিসাবে।
লজ্জা, পরিবর্তনশীল আবহাওয়া এবং প্রেম
এগুলো এমন এক গুণ যা প্রতিদান চায় না।
এই ধরনের প্রেমিকের জন্য 
যে কোনো কিছু বা কারোর প্রতি প্রেম কাল্পনিক।
এখানে উৎস এবং গন্তব্য একই।

কবিতাঃ প্রিয় আত্মা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.