আত্মা ও বৃদ্ধা নারী ৩৭

আত্মা কী? 
আত্মা হলো আমাদের সচেতনতা।
যত বেশি সচেতনতা, তত বেশি আত্মার গভীরতা। 
যখন এই সত্তা উপচে পড়ে
তখন চারপাশে এক পবিত্রতা অনুভূত হয়।

যখন কেউ জোব্বা পরিধান করে 
এবং দরবেশের মতো আচরণ করে, 
তাকে সত্যিকার দরবেশ থেকে আলাদা করা সহজ।
আমরা বিশুদ্ধ পানির স্বাদ জানি। 
শব্দগুলো কবিতার মতো শোনায়, 
কিন্তু তাতে কোনো রস বা স্বাদ থাকে না।

তুমি কতক্ষণ স্নানঘরের দেয়ালের ছবিগুলো দেখবে?
আত্মা তোমাকে সেই ছবিগুলোর দিকে না নিয়ে 
দরজার পাশে বসা বৃদ্ধার সঙ্গে কথা বলতে উদ্বুদ্ধ করে।
বৃদ্ধা নারী অর্ধ-বধির, 
কিন্তু তার মধ্যে এমন কিছু আছে 
যা আত্মাকে আকর্ষণ করে। 
সে দয়ালু, সহজে কাঁদে। 
সে খুব দ্রুতই ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারে 
এবং খুব সহজেই হাসে।

কবিতাঃ আত্মা ও বৃদ্ধ নারী
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)


No comments

Powered by Blogger.