তুমি এবং আমি শুভ্র সকাল, শুভ্র মেঘ নেবে তুমি মেয়ে? সকাল দেবো, মেঘও দেবো দাও আমাকে ছুঁয়ে। সবুজ গাছ, সবুজ ঘাস হাঁটবো দুজন মিলে, ঝুমকো হবো, ঝুলবো কানে নাও আমাকে তুলে। বিকেল যাবে, সন্ধ্যা হবে তুমি পাশে রবে, ক্ষুব্ধ হবো, শুদ্ধ হবো প্রেমের জলে ডুবে। © আলমগীর কাইজার ২১.০৪.২০১৯
No comments