লালনের বিখ্যাত উক্তি

বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন ফকির। যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।

লালন ফকির

লালন ফকিরের বিখ্যাত কিছু মানবিক প্রেমের উক্তিঃ

১. ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার।

২. এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে।

৩. ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলেই সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, যমে তো কাউকে ছাড়বে না।

৪. শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে।

৫. জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না।
লালন ফকির

৬. এমন সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে।

৭. গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না।

৮. খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনঃবেড়ি দিতেম পাখির পায়।

৯. ও তুই ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। দিল-দরিয়ার মাঝে দেখলাম, আজব কারখানা।

লালনের উক্তি


/মুক্ত প্রজাপতি

No comments

Powered by Blogger.