পথের সন্ধানে পথ ভুলি পথের খোঁজে লোভ আমাকে দেখাস না, লোভের তলে ডুবলে আমি পথ খুঁজে আর পাবো না। সকাল সন্ধ্যা পথে হাঁটি পথের দিশা অকূল পাথার, হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি ক্যামনে সে পথ করবো পার। ক্লান্ত আমি আকাশ দেখি পথ হারায় বারংবার, অন্ধ হয়ে জলে ডুবি পথ খোঁজা হলো না আর। © আলমগীর কাইজার ২৩.০৪.২০১৯
No comments