কবিতা - খুঁজি আপন মানুষ

আমি মানুষের মাঝে খুঁজি আপন মানুষ
রাত কাটে, দিন কাটে, উড়ে যায় ফানুস,
আমার সকল দীনতা সেতো আমার নয়
তবু কেনো সত্যের খোঁজে অন্তর ক্ষয়?

আমি প্রার্থনায় বুক বেঁধে খুঁজে ফিরি তাকে
যাকে আমি খুঁজে ফিরি সে অন্তরে থাকে,
কেনো আমি ভয় পাই? কেনো হেরে যাই?
কোনো একদিন আমি মিশে যাবো মৃত্তিকায়।

আমি ক্লান্তিকে পিছে ফেলে ফিরে যেতে চাই
প্রতিনিয়ত খুঁজি আপন মানুষ নীরব প্রার্থনায়,
আমি তো আলো খুঁজি, হবো আলোকময় 
অকল্যাণ নয়, অমঙ্গল নয়, করো প্রেমময়।

© আলমগীর কাইজার
২৬.০৪.২০১৯

আলমগীর কাইজার

No comments

Powered by Blogger.