কবিতা - শৃঙ্খল ভেঙে দাও
শৃঙ্খল ভেঙে দাও |
মেয়ে তুমি বাড়ছ যত
হাতে এবং পায়ে,
মেয়ে তুমি রুদ্ধ হও
মাথায় এবং গায়ে।
হাতে এবং পায়ে,
মেয়ে তুমি রুদ্ধ হও
মাথায় এবং গায়ে।
কেনো তুমি লাফিয়ে বেড়াও
কেনো তুমি হাসো?
কেনো তুমি স্বপ্ন দ্যাখো
কেনো তুমি ভাসো?
কেনো তুমি হাসো?
কেনো তুমি স্বপ্ন দ্যাখো
কেনো তুমি ভাসো?
থামো মেয়ে, হরিণ শাবক
কোথায় তুমি যাবে?
একটি বাঘ বসে আছে
তোমায় ছিড়ে খাবে।
কোথায় তুমি যাবে?
একটি বাঘ বসে আছে
তোমায় ছিড়ে খাবে।
লাফাতে চাও, হাসতে চাও
গাইতে যদি চাও!
সাহস করো, সাহস করো
শৃঙ্খল ভেঙে দাও।
গাইতে যদি চাও!
সাহস করো, সাহস করো
শৃঙ্খল ভেঙে দাও।
© আলমগীর কাইজার
০৭.০৪.২০১৯
০৭.০৪.২০১৯
No comments