কবিতা - যাযাবর


সেই কবে ঘর ছেড়ে আমি যাযাবর
কত আশা ভালোবাসা সবই আজ পর,
একা আমি পথ চলি বুকে স্বপ্নচর
এত মানুষ তবু কেউ বাঁধেনি আমার ঘর।

ভয় নেই আছে মোর, বুকভরা ভালোবাসা
যার কাছে আমি সেরা, সে আমার মা,
সেই কবে পড়েছি তাঁর ভেজা চোখের ভাষা
সেই ভাষা এই বুকে বেঁধে দেয় আশা।

আমি আজ একা বসে, নেই কোনো কাজ
মনের আকাশে অনেক মানুষ নানান তাদের সাজ,
নিজেকে নিজে সাজিয়ে নিতে ব্যস্ত সবাই আজ
ব্যস্ত শহর, থাকি বসে, ব্যথিত বুকের মাঝ।

এসো মা, বসো তুমি, আমার খুব কাছে
হাত বুলিয়ে দ্যাখো আমার তন্দ্রাচ্ছন্ন চোখে,
কত ক্লান্তি জমেছে আজ তুমিহীন পথে চলে
তবু আশা আছো তুমি এই পৃথিবীর ’পরে।

© আলমগীর কাইজার 
২০.০৬.২০১৫


কবিতাটি প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত। লিংকঃ এখানে ক্লিক করুন 

No comments

Powered by Blogger.