কবিতা - এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
প্রিয়তমা, সত্য প্রকাশে ভয় কী?
যা কিছু মিথ্যা– ভেঙে দাও সব, হও মিথ্যাভেদী
কাছে এসে বুকে টেনে নাও, হও শৃঙ্খলছেদী
এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
যতক্ষণ বেঁচে থাকো প্রিয়তমা
ততক্ষণ মিথ্যার শৃংখল পায়ে প'রো না
যতক্ষণ আছে রক্তে মাংশে প্রাণ
ততক্ষণ মিথ্যাকে ভেঙে ক'রে দাও খানখান।
এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
প্রিয়তমা, মিথ্যাকে মেনে নিও না,
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
© আলমগীর কাইজার
০৫.০৫.২০১৯
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
প্রিয়তমা, সত্য প্রকাশে ভয় কী?
যা কিছু মিথ্যা– ভেঙে দাও সব, হও মিথ্যাভেদী
কাছে এসে বুকে টেনে নাও, হও শৃঙ্খলছেদী
এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
যতক্ষণ বেঁচে থাকো প্রিয়তমা
ততক্ষণ মিথ্যার শৃংখল পায়ে প'রো না
যতক্ষণ আছে রক্তে মাংশে প্রাণ
ততক্ষণ মিথ্যাকে ভেঙে ক'রে দাও খানখান।
এখনো ফাঁসির দড়ি গলায় আসেনি
প্রিয়তমা, মিথ্যাকে মেনে নিও না,
চিৎকার ক'রে বলো– ভালোবাসি।
© আলমগীর কাইজার
০৫.০৫.২০১৯

No comments