কবিতা - অক্ষয় ভালোবাসা
ভালোবাসা কখনো শেষ হয় না
হয়তো ভালবাসার মানুষ দূরে চলে যায়
কেনো তুমি নিকোটিনে পোড়াও নিজেকে?
যে চলে গেছে, সে-তো তোমার কেউ নয়।
ভালোবাসা কখনো শেষ হয় না
ভালোবাসা চলে যায়, সরে যাই দূরে
ভালোবাসা ফিরে আসে নতুন কোনো রূপে
তাকিয়ে দ্যাখো, খুঁজে পাবে তোমার মনের মাঝে।
ভালোবাসা কখনো শেষ হয় না
প্রাক্তন হেঁটে যায় নতুন পথে নতুনের সাথে
ভালোবাসা তাকিয়ে থাকে তোমার পানে
ভালোবাসা আসবে ব'লে মুখিয়ে আছে,
তুমি কি তাকে নেবে?
© আলমগীর কাইজার
০৫.০৬.২০১৯
No comments