কবিতা - সেই পাখি
একটি পাখির দেখা পাবো ব'লে
মোড়ের মেহগনির ডালে বসে থাকি
একটু ভালোবাসা পাবো ব'লে
সারা দিনমান মনে প্রতীক্ষা পুষি।
সেই পাখি আসে না, ভালোও বাসে না।
পৃথিবী ঘুরে আসে বারবার
সূর্যের আলো এসেও চলে গেছে বহুবার
একটি পাখির শরীরে আমার চেনা গন্ধ
সেই পাখিকে পাবো ব'লে বসে থাকি।
সন্ধ্যা নামে, সব পাখি ঘরে ফিরে যায়
সেই পাখি আর ফিরে আসে না।
আমি বসে থাকি মেহগনির ডালে
সে ব'সে থাকে অন্য পাখির কোলে।
© আলমগীর কাইজার
১৫.০৮.২০১৯


No comments