একটি শহর এবং (কবিতা)
যে শহরে কবি নেই
সে শহর যন্ত্রের শহর।
একটি শহরে
কর্মীর চেয়ে কবির প্রয়োজন বেশি।
যে শহরে বাঁশি বাজে না
সে শহর ভুতের শহর।
একটি শহরে
বাসের চেয়ে বাঁশির প্রয়োজন বেশি।
যে শহরে গান ভাসে না
সে শহর যন্ত্রণার শহর।
একটি শহরে
কলের চেয়ে সুরের প্রয়োজন বেশি।
যে শহরে ছবি হাসে না
সে শহর রক্তবৃষ্টির শহর।
একটি শহরে
ঝাড়ুর চেয়ে রংতুলির প্রয়োজন বেশি।
যে শহরে প্রেম নেই
সে শহর অমানবিক শহর।
একটি শহরে
মানুষের চেয়ে প্রেমিকের প্রয়োজন বেশি।
© আলমগীর কাইজার
২০.০১.২০২০
No comments