মৃত্যুর গান (কবিতা)

একমাত্র মৃত্যুই জীবনের পরিসমাপ্তি
মৃত্যুই দেখিয়ে দেয় জীবনের সার্থকতা
মানব সভ্যতার বিলুপ্তির ভয়ে
অথবা আপন সত্তার বিনষ্টের ডরে
মানুষ মৃত্যুকে করেছে রহস্যাবৃত।

আমি মৃত্যুকে বহুবার ছুঁতে চেয়েছি
কোন দড়ি কতটুকু ভার বহন করে
কোন বিষ কতোটা সঠিকভাবে কার্যকর
এসব নিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে
সহস্রবার মৃত্যুকে ছুঁতে গিয়েও পারিনি।

ভীতরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না
প্রকৃতির নিয়মে কিংবা মহামারি দূর্যোগে
কোনোভাবেই মৃত্যুর গান হাস্যকর নয়
আমরা জীবনকে অস্বীকার করতে পারি
কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারি না।

মৃত্যু আমাদের মৃত্তিকায় মিলিয়ে দেবে
এই সত্যসন্ধান জেনেই আমরা পথ খুঁজি
আমরা স্ব-ইচ্ছায় মৃত্যুকে আমন্ত্রণ করতে পারি
কিংবা মৃত্যুর জন্য একজীবন অপেক্ষা করতে পারি
আমি সহস্রবার মৃত্যুকে ছুঁতে গিয়েও পারিনি।

© আলমগীর কাইজার
২৩.০৩.২০২০

No comments

Powered by Blogger.