আমি কোথাও যাবো না (কবিতা)

বিরক্তিকর উদাসীন বসন্তের দিন
সাথে অনির্দিষ্টকালের জন্য গৃহবন্দী জীবন 
দিনগুলো কেমন যেনো বড়সড় মনেহয় 
টেলিভিশন থেকে মোবাইল 
মোবাইল থেকে টেলিভিশন 
এভাবেই মাথা ভারি হয়ে যাচ্ছে 
প্রিয়ার মতো প্রিয় বইগুলো বিরক্তিকর লাগছে 
বন্ধুদের সাথে কথা হচ্ছে অথচ দেখা হচ্ছে না 
সবাই খুব কাছে অথচ খুব বেশি দূরে 
আমি প্রতিনিয়ত ঘর থেকে বের হচ্ছি 
অথচ বাইরে যাচ্ছি না
যেতে চাই, তারপর শঙ্কায় আর যেতে চাই না
জীবনের শপথ,
এই দুঃসময়ে আমি কোথাও যাবো না। 

© আলমগীর কাইজার 
২৫.০৩.২০২০


No comments

Powered by Blogger.