অণুকাব্য

১.
আমি তাকে এতো ডাকি
সে-কি শুনতে পায়?
হে খোদা, তার হৃদয়ে
দাও আমাকে লাই!

২.
খোদার কাছে করি শুধু
তাকে পাওয়ার প্রার্থনা,
আর কতটা সইবো বলো
আমি তো আর যন্ত্র না।

৩.
এতোই যদি ঘৃণা করো
মন থেকে মুছে দাও,
মনের ভিতর পুষে রেখে
কেনো তুমি কষ্ট পাও?

৪.
কতো পথ হাঁটলাম আমি
খুঁজলাম এসে কতো কী,
মনের মানুষ গেলো বনে
বৃথাই আমার কারসাজি!

৫.
আর কতো লিখবো বলো
যত লিখি বাড়ে ক্ষত,
মদহীন এক মদের বোতল 
তাতেই আমি রই রত!

© আলমগীর কাইজার 








No comments

Powered by Blogger.