একাকীত্বের সময় (কবিতা)
একটা শহর একলা আমার, ভীষণ একা
সবাই আছে আশেপাশে, হয় না দেখা
বলে না কেউ ভালোবাসি, ভালোবাসো?
তৃষ্ণা ভীষণ, ডোবার জলে কেনো ভাসো?
একটা জীবন একাই চলে, চলার মতো
থমকে দাঁড়ায়, আবার চলে, হয় না গত
এই শহরে কত কথা যায় না বলা
এই শহরে নিজের মতো যায় না চলা।
একলা আমি ভীষণ পাগল, বৃথাই বলা
বুকের ভিতর কষ্টগুলো বাঁধে দলা
বলে না কেউ, ইচ্ছা হলে কাছে এসো
যখন খুশি ইচ্ছা হলেই ভাসাও, ভেসো।
© আলমগীর কাইজার
০৭.০৫.২০২০
No comments