গতরাতে - মাওলানা রুমি
গতরাতে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে
এবং ঘুমিয়েছিলে গভীর ঘুমে।
আজ রাতে তোমার পালা।
আমি বলি, "তুমি আর আমি একসাথে থাকবো
যতদিন না মহাবিশ্ব অদৃশ্য হয়ে যায়।"
তুমি বিড়বিড় করে ফিরে গিয়েছিলে
তখন মূলত তুমি উন্মত্ত ছিলে।
কবিতাঃ গতরাতে
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments