যে কোনো আত্মা - মাওলানা রুমি
তোমার প্রেমের অমৃত পান করা
যে কোনো আত্মা উত্তোলিত হয়েছিল।
জীবনের সেই পানি যে পান করেছে
সেই আনন্দিত অবস্থায় রয়েছে।
মৃত্যু এসেছে, আমাকে সেই ঘ্রাণ দিয়েছে,
তার পরিবর্তে আমি তোমার সুবাস অনুভব করেছি।
তারপর থেকে মৃত্যু সমস্ত আশা হারিয়েছে।
কবিতাঃ যে কোনো আত্মা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments