আমাদের ভিতরের শরৎ - মাওলানা রুমি ০৬
তুমি আর আমি সব কথাই বলেছি
কিন্তু আমাদের যে পথে যেতে হবে
কথার ভিতর তার কোনো প্রস্তুতি নেই
অনুগ্রহ ছাড়া নেই কোনো সম্মতি।
আমার দোষগুলো লুকানো আছে
কেউ এটাকেই প্রস্তুতি বলতে পারে।
আমার আত্মায় যে এক ফোঁটা জ্ঞান আছে
সেই জ্ঞান তোমার সাগরে দ্রবীভূত হতে দাও
সেই জ্ঞানের জন্য অনেক হুমকির মুখোমুখি হতে হয়।
আমাদের ভিতরে একটি নিরবিচ্ছিন্ন শরৎ আছে।
আমাদের পাতা ঝরে পড়ে
পানির উপর দিয়ে উড়ে যায়।
একটা কাক শুকিয়ে যাওয়া ডালের উপর বসে
যা হারিয়ে গেছে তাই নিয়ে কথা বলে।
তারপর ফিরে আসে তোমার উদারতা:
বসন্ত, আর্দ্রতা, বুদ্ধিমত্তা,
ফিরে আসে কচুরিপানা, গোলাপ ও সাইপ্রেসের গন্ধ।
ইউসুফ ফিরে এসেছেন!
যদি তুমি নিজের মধ্যে ইউসুফের সতেজতা
অনুভব না করো,
ইয়াকুব হও!
কাঁদো, তারপর হাসো।
যে জ্ঞান তোমার নেই
তা জানার ভান কোরো না।
একটা অপরিহার্য মৃত্যু আছে
কিন্তু তারপরও ঈসা আবার বেঁচে ওঠেন।
অমসৃণ পাথরে কদাচিৎ কিছু জন্মায়,
তুমি মাটি হও, চূর্ণবিচূর্ণ হও,
তুমি যেখানে আছ, সেখানেই বুনোফুল ফুটবে।
বহুবছর তুমি পাথর হয়ে ছিলে
এখন ভিন্ন কিছু করার চেষ্টা করো,
আত্মসমর্পণ করো।
কবিতাঃ আমাদের ভিতরের শরৎ
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments