ছোট্ট জীবনে স্বপ্ন অনন্ত

আমার বাড়িঘর নেই, 
অথচ দেখেন, 
আপনি বাড়িঘরে ঘুরেফিরে
শুয়ে-বসে ঘুমিয়ে থেকে
কিংবা হঠাৎ জেগে উঠে 
চাকরি করে যাচ্ছেন, 
তারপরও আপনার কতো চিন্তা! 
আমি নিঃস্ব তবুও নিশ্চিন্ত, 
খাই-দাই ঘুরি-ফিরি 
ছোট্ট জীবনে স্বপ্ন অনন্ত!

© আলমগীর কাইজার
০৬.০১.২০২৪

No comments

Powered by Blogger.