নুড়িপাথরের জিকির - রুমির কবিতা ৪০

আবু জেহেলের হাতে কিছু নুড়িপাথর ছিল। 
‘মুহাম্মদ! তাড়াতাড়ি বলো, 
আমি আমার মুঠোতে কী লুকিয়ে রেখেছি। 
তুমি বলো তুমি আল্লাহর রাসূল, 
যিনি সব গোপন রহস্য জানে। 
তাহলে এটা সমাধান করো!’

তোমার হাতে কী আছে 
তা কীভাবে আমার কাছে জানতে চাও?
আমি কি বলব তোমার হাতে কী আছে? 
নাকি তারা বলবে, আমি কে?
আবু জেহেল হতবাক হয়ে গেল।
বললো– ‘পরেরটাই বেশি আকর্ষণীয়।’

তত্‍ক্ষণাত মুঠো থেকে শোনা যেতে থাকে 
গোলাকার পাথরের জিকির—
লা ইলাহা ইল্লাল্লাহ। 
আল্লাহ ছাড়া কোনো সত্য নেই;
একমাত্র আল্লাহই আছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রতিটি নুড়িপাথর সুতোয় গাঁথা মুক্তা।
সন্দেহবাদী আবু জেহেল নুড়িপাথরগুলো
নিচে ফেলে দেয়।

কবিতাঃ নুড়িপাথরের জিকির
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.