পা হয়ে যায় মাথা - রুমির কবিতা ৪১

সূর্য উঠেছে আজ ভিন্নভাবে। 
আত্মা পরিবর্তিত আলোর ভিতর দিয়ে চলে।
বৃহস্পতি, চাঁদ, সৌভাগ্যের বাড়ি
যেখানে আমরা বসবাস করি,
বন্ধুরা আজ সকলেই সেখানে উপস্থিত, 
এই উৎকৃষ্ট আত্মিক স্বাস্থ্য 
যেখানে আমরা পরস্পরের সেবক।
যে ব্যক্তি মদ ঢালে এবং টোস্ট তৈরি করে, 
সে ভোজসভা শেষ হওয়ার সাথে সাথে উপস্থিত হয়:
সমাপ্তির জন্য এটিই সঠিক আরম্ভ, 
এই নতুন পথে যেমন পা হয়ে যায় মাথা। 

কবিতাঃ পা হয়ে যায় মাথা
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
(কোলম্যান বার্কসের দ্য সোল অব রুমি বই থেকে)

No comments

Powered by Blogger.